
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় উপজেলা সম্মেলন কক্ষে শুক্রবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম—মৃ্ত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী পরবর্তি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী। উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার সহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন ব্যাক্তিবর্গ। আলোচনা সভায় বক্তাগন জন্ম ও মৃত্যু নিবন্ধনের সুফল সম্পর্কে অবগত করে জনসাধারনের প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে আহব্বান জানান।