সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:০৫

পাংশা উপজেলা শ্রমিক দলের পদ ব্যবহার করে পোস্টার লাগিয়েছেন ইউনিয়ন শ্রমিকদল নেতা

নিজস্ব প্রতিবদেক।

রাজবাড়ীর পাংশা উপজেলা শ্রমিক দলের পদ ব্যবহার করে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো: জাহান উদ্দিন মোল্লা। এতে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমনটি করতে পারেন বলে মন্তব্য করেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি-সাধারণ সম্পাদক। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাচেন আলী মোল্লা’র ছেলে মো: জাহান উদ্দিন মোল্লা।

জানা গেছে, জাহান উদ্দিন মোল্লা নিজেকে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন। ওই পোস্টারে তিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: সোবাহান মিয়া’র ছবি ব্যবহার করেছেন। যা শ্রমিক দলের কমিটিতে থাকা অন্যান্য সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা ও অসন্তোষ সৃষ্টি করেছে।

এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি আনসার আলী বিশ্বাস বলেন, তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি। কিন্তু আমাদের অনুমতি ছাড়াই উপজেলা কমিটির পদ ব্যবহার করেছেন।

সাধারণ সম্পাদক সোবাহান মিয়া বলেন, তিনি নিজের স্বার্থ হাসিলের জন্যই হয়তো এমন কাজ করেছেন। তার এমন কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

এ ব্যাপারে অভিযুক্ত জাহান উদ্দিন মোল্লা মুঠোফোনে বলেন, আমার ভাতিজাকে দিয়ে পোষ্টার করা হয়েছে। বিষয়টি আমি খেয়াল করিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp