সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৫৮

পাংশা পৌরসভা নিজেই দুর্ভোগে: স্থানীয় সংবাদ

 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

টানা দুই ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজবাড়ীর পাংশা পৌরসভা। একদিন পেড়িয়ে গেলেও নামেনি পানি। এতে ভোগান্তিতে পরেছে পৌরসভায় সেবা নিতে আশা নাগড়িকেরা। পানি অপসাণে কাজ করছে পৌর কর্তৃপক্ষ।

সেবা নিতে আশা নাগরিকরা জানান, বৃহস্পতিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে। তবে সকালের ভারি বৃষ্টিতেই তেলিয়ে গেছে পৌরসভার মাঠ। পৌর ভবনের বারান্দা পর্যন্ত পানি উঠে গেঠে। পৌরসভার বয়স্ত ভাতা, বিধবা ভাতা সহ সকল ভাতাভোগীর তথ্য হালনাগাদ চলছে। অনেক বয়স্ক মানুষ আসছে। এই পানি পাড়ি দিয়ে পৌর ভবনে প্রবেশ করতে তাদের অনেক ভোগান্তিতে পরতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সভার মধ্য দিয়ে একটা বাইপাস সড়ক হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন পায়ে হেটে হাজার হাজার মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই সড়কটি তলিয়ে যায় এবং ময়লা আবর্জনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এক ঘন্টা ভারি বুষ্টি হলে এক মাসেও পানি শুকায় না। ফলে ট্যাম্পু ষ্ট্যান্ড অথবা রেলওয়ে স্টেশন ঘুড়ে বাজারে প্রবেশ করতে হয়। এ দিকে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। নামেই মাত্র ‘ক’ শ্রেণি পৌরসভা। বাস্তবে কোন মিল নেই।

মো. আনিছুর রহমান নামের এক পৌর নাগরিক বলেন, এই সমস্য দির্ঘদিনের। শুধু পৌরসভা বা পৌরসভার পিছনে নয়। পৌরসভার বিভিন্ন সড়কেও পানি বেধে থাকে। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ভরাট হয়ে গেছে। ফলে ড্রেনগুলো আর কাজে আসছে না। এগুলো পুর্নরায় সংস্কার ও পরিস্কার করা অতিপ্রয়োজন।

পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, পৌরসভার ড্রেন ভরাট হয়ে যাওয়ার ফলে পানি বেধে গেছে। ড্রেন পরিস্কারের কাজ চলছে। আশা করি অতিদ্রুত পানি নিরশন হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp