
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টর মো. উজ্জল হোসেনের পিতা মো. তাসলেম উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১১মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নিজ বাস ভবনে বাধ্যক্ষজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাংশা প্রেসক্লাব। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর।
বুধবার বেলা ১১ টায় বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর মডেল ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈদগাহ ময়দান সংলগ্ন তারাপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা। মৃত্যুকালে স্ত্রী, ৫ পূত্র, ২ কণ্যা ও নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।