
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ী পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বাদশা মৃত্যু বরণ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের ভাদু সরদারের একমাত্র ছেলে।
সোমবার দুপুরে তার মরদেহ নিজ গ্রাম পাটিকাবাড়ীতে আনা হয়। বিকাল ৩ টায় জানাজার নামজ অনুষ্ঠিত হয়। জানাজার নামজ শেষে পাটিকাবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৬ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাংশা প্রেসক্লাব।
জানা গেছে, তিনি দীর্ঘ ৭ বছর পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। অনলাইন টিভি চ্যানেল২৩ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ বলেন, পাংশার মফস্বল সাংবাদিকতা ও সংবাদপত্র এগিয়ে নিতে পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানা বাদশা ভায়ের অবদান ছিল উল্লেখযোগ্য। বাদশা ভায়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে বাদশা ভাইয়ের পরিবারের সকলের প্রতি জানাই গভীর সমবেদনা।