
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে “শেখ রাসেল দিবস—২০২৩” পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার কলেজ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী, কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী—২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ।
আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলাচনা শেষে কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ সময় কলেজের শিক্ষাক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ দেশের বিভিন্ন উন্নয়নের কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।