
মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, সাহিত্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সারাদিন ব্যাপী কলেজ প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করে পাংশা সরকারি কলেজ।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ এ.কে.এম.শফিকুল মোরশেদ আরুজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারন সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রসূখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পরে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, শান্তির প্রতীক পায়ড়া উড়ানো, অলিম্পিক মশাল প্রজ্বলোন ও প্রদক্ষিণ, ক্রীড়াবিদদের শপথ গ্রহণ, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃকি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রঞ্জু সহ কলেছে অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ।
দিনব্যাপী অনুষ্ঠিত সকল কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।