
রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পুনরায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শওকত আলী সরদার।
মঙ্গলবার (৮ জানুয়ারী) রাত ১০ টার সময় কয়েকশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদ্য নির্বাচিত এমপি জিল্লুল হাকিমের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পান তিনি। পরে ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।