রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত ২



কিশোরগঞ্জে কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাজল মিয়ার ছেলে পান ব্যবসায়ী বিল্লাল মিয়া (৩০) ও দোকানদার কাউসার মিয়ার ছেলে রেফায়েত উল্লাহ (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও গুলিবিদ্ধ রেফায়েত উল্লাহকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকালে ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ডে বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। অবরোধকারীদের প্রতিহত করতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। 

এ সময় অবরোধকারী বিএনপি নেতা-কর্মীর ইট-পাটকেলের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে ১০ জন পুলিশসহ ২০ জন আহত হন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp