সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩

ফিরেছেন তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ!

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়িয়েছে। বৃষ্টির শঙ্কা মাথায় রেখে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে।

    লিটন-ফার্গুসনসিরিজের উদ্বোধনী

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। লিটন ছাড়াও বাংলাদেশের একাদশে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ ম্যাচ খেলা তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানের। এছাড়া একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম। 

বিশ্বকাপের আগে দুই দলেরই এটি শেষ সিরিজ। তাই দুই দলই এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে মরিয়া। যদিও স্বাগতিক ও সফরকারী উভয় দলই প্রধান কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে। তবে জায়গা পাওয়া ক্রিকেটাররা বিশ্বকাপ দলে থাকার দাবি জানানোর শেষ সুযোগ পাচ্ছেন এই সিরিজে।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : লিটন দাস (অধিিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, উইল ইয়ং, চাড বোজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp