সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৩৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় মারধর


 ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকাকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউপির কাগদি-স্বজ্জনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিকের নাম হাফিজুর মোল্যা (৪৫)। তিনি দুই সন্তানের জনক।

জানা যায়, প্রায় তিন বছর ধরে হাফিজুরের সঙ্গে ৩০ বছর বয়সী দুই সন্তানের মা ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে হাফিজুর তার সঙ্গে দেখা করে বাড়িতে যেতে বলে। বাড়িতে গেলে বিয়ে করবে বলে কথা দেয়। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে তিনি হাফিজুরের বাড়িতে গেলে, হাফিজুর, তার চাচা ছিরু মোল্যা ও পরিবারের সদস্যরা তাকে মারধর করে এবং বটি দিয়ে কোপ দেয়। 

হাফিজুরের এমন কর্মকাণ্ডে তার স্ত্রী প্রায় ৫-৬ মাস বাবার বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে এসেছেন বলেও জানা যায়।

প্রেমিকের বাড়িতে আসা নারী সাংবাদিকদের বলেন, ‘প্রায় তিন বছর হাফিজুরের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের কথা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ওর জন্য আমার ঘর-সংসার, জীবন-যৌবন সব শেষ। ও আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নেই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’

হাফিজুর বাড়িতে না থাকায় তার মা জানান, এই নারীর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। 

মারধরের কথা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

এই বিষয়ে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন মাতুব্বর বলেন, ‘আমি বিষয়টি মাত্রই জানতে পারলাম। দেখি কী করা যায়।’

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

] ]>

Facebook
Twitter
LinkedIn
WhatsApp