শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫৫

বিশ্বকাপের আগেই ইনজুরিতে সাকিব

 

বিশ্বকাপের বাকি নেই আর এক সপ্তাহ। এমন সময়ে বড়সড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কোনো ম্যাচে মাঠে নামার আগেই ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসময় পায়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব। তবে চোট কতোটা গুরুতর, সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।  

Facebook
Twitter
LinkedIn
WhatsApp