
অনিক শিকদার , বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর ইউনিয়নের নটাপাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহায়তায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রসূলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ডিএই, ঢাকার সহকারী প্রধান পরিকল্পনা, প্রকল্প বান্দ্রায়ন ও আইসিটি উইং মোঃ মতিউর রহমান।
প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেন।