বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

‘ভোটারদের ভোট কেন্দ্র নিরাপদে উপস্থিত করা যুব সমাজের দায়ীক্ত’ জিল্লুল হাকিম এমপি


পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি


ডিজিটাল বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্য রাজবাড়ীর পাংশায় বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়মী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মন্ডল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল আলম ও আদনান সুমন, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজীব, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. জহুরুল হক সবুজ।


এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ যুব সমাজকে এখানে ডাকা হয়েছে। কারণ যুব সমাজের দায়ীক্ত, সুষ্ঠ ভাবে নির্বাচন করা। নির্বাচনের দায়ীক্ত পালন করা। আজকে বিএনপি এবং কোন কোন দল নির্বাচনকে বানচাল করার জন্যে চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করে নির্বাচন পরিচালনা করা এবং ভোটরদের কাছে ভোট চাওয়া যুব সমাজের দায়ীক্ত। নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দেবে যুব সমাজ। যেতে কোন সন্ত্রাসী সংগঠন ভোট কেন্দ্র কোন রকম অরাজগতা শৃষ্টি না করতে পারে। মোট কথা, ভোট চাওয়া, ভোট কেন্দ্র ভোটারদের নিরাপদে উপস্থিত করা এবং ভোট গুনে নিয়ে আমাদের নির্বাচনের ফলাফল ঘরে তোলাই হচ্ছে যুব সমাজের দায়ীক্ত। এই উদ্দেশ্যেই আমি যুব সামাজকে আজকে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছি। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp