
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীর সাওরাইল ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামে ৮ম ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। হাটবাড়ীয়া স্বর্গীয় ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ী সংলগ্ন মা দুর্গা মন্দির প্রাঙ্গণে গত ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ নাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় মহানাম সুধা শ্রবণ, ভক্তবৃন্দ ও নামযজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য ডা: ধীরেন্দ্র নাথ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, নামযজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি রনজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ভুপেন্দ্র নাথ বিশ্বাস, সাংবাদিক এস,কে পাল সমীর, বিকাশ কুমার বিশ্বাস, সত্যেন কুমার মন্ডল, দেব কুমার মন্ডল, শ্যামল কুমার বিশ্বাস।
যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, স্বর্গীয় ব্রজেন্দ্র নাথ বিশ্বাস মহাশয়ের তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও হাটবাড়ীয়া গ্রামের সকল স্বর্গীয় আত্মার শান্তি কামনায় এবং দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। এ মহাযজ্ঞে এলাকার সকল ধর্মপ্রাণ সনাতনীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সার্থক করে তোলে।