রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ২ কর্মী বিক্রি করতেন গাঁজা

ডেস্ক রিপোর্ট :

 বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে র‌্যাবের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাঁদের কাছ থেকে দেড় কেজির বেশি ওজনের গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়

প্রতীকী ছবি

              

দুজনকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলার ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ খান ও সিপাহী মো. সবুর। এঁদের মধ্যে ওবায়দুর রহমান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাটোরিয়ার এবং সবুজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কঠিন এলাকার।

র‌্যাব, পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল সোয়া ৬টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর ডগেরপার নামক স্থানে মোটরসাইকেলে করে ব্যাগভর্তি গাঁজা নিয়ে আসেন দুজন। এ সময় স্থানীয়রা তাঁদের পরিচয় জানতে চাইলে নিজেদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক এবং আসামি ধরতে এসেছেন বলে দাবি করেন। তখন তাঁদের সাথে থাকা ব্যাগ খুলে দেখতে চান স্থানীয় নারীরা।

দুজন ব্যাগ দেখাতে অস্বীকৃতি জানালে স্থানীয় কয়েকজন নারী তাঁদের হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে ভেতরে গাঁজা দেখতে পান। এ সময় ব্যাগ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাহেঁচড়া করলে ব্যাগের মধ্য থেকে গাঁজা নিচে পড়ে যায়। পরে ওই নারীদের চিৎকারে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্লাহ তাহের জানান, কাউনিয়া থানায় এঁদের নামে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp