বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:২৫

‘মানুষের জন্য সাংবাদিকতা’ অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার শামীম”

 ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক ‘আজকের পত্রিকা’র রাজবাড়ীর পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন। রাজবাড়ী জেলার সাংবাদিকদের সম্মান জানাতে প্রথমবারের মতো রাজবাড়ী সার্কেল নামে জনপ্রিয় একটি সংগঠন আয়োজন করেছিল ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২।’

রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এ্যাডভাইজারদের সমন্বয়ে ও দেশবরেণ্য সাংবাদিকদের বিচার-বিশ্লেষণে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া এই দুইটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের ভিত্তিতে ৬ জন সংবাদকর্মীকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সম্মাননা হিসাবে সেরাদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ ছাড়া যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের সকলের জন্য ছিল বিশেষ শুভেচ্ছা উপহার। 
শামীম হোসেন পাংশা প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন—জাহাঙ্গীর হোসেন (কালের কণ্ঠ ও ইটিভি), এম রাশেদুল হক (প্রথম আলো), দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), মো. আশিকুর রহমান (জিটিভি) ও মো. সোহেল মিয়া (বার্তা ২৪)। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp