
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে পাঁচটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিজয়নগর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের তিনটি গাড়ির ১০ হাত দূরে মোটরসাইকেলে করে এসে একসঙ্গে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া আরও একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল, যা ঘটনার পাঁচ মিনিট পর বিস্ফোরণ ঘটে।
বিজয়নগর মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণের সময় বিজয়নগর মোড়ে পুলিশ ও বিজিবির একাধিক টিম উপস্থিত ছিল। তবে তারা দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি। এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।