
রাজবাড়ীতে পড়াশোনা না করায় বড় বোন বকাবকি করায় অভিমানে আঁখি আক্তার (১৩) নামে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের গাজী মিয়ার কন্যা ও আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
সোমবার সকাল পৌনে ১১ টার সময় নিজ ঘরের আড়ার ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। আঁখি আক্তারের বাবা গাজী মিয়া বলেন, তার মেয়ে আঁখি আক্তার ঠিকমতো লেখাপড়া না করায় তাকে তার বড় বোন মুন্নি আক্তার সকাল সাড়ে ১০টার দিকে বকাবকি করে। এতে ক্ষিপ্ত হয়ে সকাল পৌনে ১১টার সময় টের পেয়ে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ ইফতে খারুল আলম প্রধান বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তার পিতার অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।