সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১

রাজবাড়ীর কালুখালীতে ধান ক্ষেত থেকে বাঘ আটক

 

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি।।


রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার ধান ক্ষেত থেকে শুক্রবার একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসীরা। জানা যায়, ২৪ নভেম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকার ধান ক্ষেতে একটি মেছোবাঘ দেখতে পায় স্থানীয়রা। এসময় কিছু গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া দিয়ে বাঘটিকে আটক করে। পরে সাবেক ইউপি সদস্য বাচ্চুর বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাঘটিকে। সংবাদ ছড়িয়ে পড়লে বাঘ দেখতে ভিঁড় জমান উৎসুক জনতা। কেউ বলছে চিতা বাঘ, কেউ বলছে মেছো বাঘ, কেউ বলছে বাগডাসা। এ সংবাদ লেখা পর্যন্ত বাঘটি কোন জাতের বা আদতেও এটি বাঘ কিনা তা প্রত্যক্ষদর্শিরা সঠিকভাবে জানাতে পারেনি। 




জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির আরও বলেন, স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি মেছো বিড়াল। আটককৃত মেছো বিড়ালটির উচ্চতা কত ফুট এবং লম্বায় কত ফুট হবে সেটা বলতে পারছি না । তবে সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখোমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন‍্য আজকে (২৫ নভেম্বর) আমাদের একটি টিম পাঠানো হয়েছে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ওই প্রানীটির চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি আমরা বন বিভাগকে জানিয়েছি।  উনারা এটিকে উদ্ধার করতে আসছেন। তবে তাদের তথ্যমতে এটি বাঘ নয়, একটি বন্যপ্রানী।


পাংশা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়েছে। তারা এটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। যেহেতু এটি আমাদের দেশের সম্পদ সেহেতু এ প্রানিটিকে যেন কেউ পিটিয়ে মেরে না ফেলতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp