
রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ১ জনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়ীয়া কোরবান মেম্বার এর বাড়ির সামনে হতে চুরি যাওয়া একটি লাল রংয়ের বাজাজ ডিসকভার মোটরসাইকেল সহ একজনকে আটক করে স্থানীয় জনতা। সংবাদ পেয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত গোপগ্রাম এলাকার মো: শাজাহান শেখের ছেলে মো: রসুল হোসেন (২০)। এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে। মামলা নং-১৩,
২২ ডিসেম্বর ২০২৪ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।