সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:১৯

রাজবাড়ীর পাংশায় ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতীকরনের লক্ষে উপজেলার  সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

পাংশা উপজেলা  যুবলীগ, সেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে  প্রধান অতিথী ছিলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। 

বিশেষ অতিথী ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র ওয়াজেদ আলী। জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো: শওকত হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি মো: শাহিন শেখ প্রমূখ। 

এছাড়াও সমাবেশে  জেলা ও উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথীর বক্তব্যে জিল্লুল হাকিম বলেন, বিএনপি নির্বাচন বানচাল করবার চেষ্টা করছে। আমাদের যুব সমাজের দায়িত্ব নির্বাচন যেন সুষ্ঠভাবে হয় সেদিকে লক্ষ রাখা ও কাজ করা। আমাদের যুব সমাজের কেউ যদি হটকারিতা করে তাহলে আমরা তাকে বের করে দেবো।

উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp