রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:৪২

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার আয়োজনে বুধবার (১১ জুন) সকাল ১১ টায় জেলার পাংশা উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি সার্জেন্ট মো. মামুনের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব সার্জেন্ট গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক লেঃ জেনারেল এস.এম. মতিউর রহমান (অবঃ)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বা আমার সংগঠন লোক দেখানো কাজ করে না এবং করবেও না। যা করবো, গোপনেই করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মুজাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ওয়ারেন্ট অফিসার মো মাসুদ, সার্জেন্ট সানাউল্লাহ প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সকল সদস্য, জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবিন্দ সহ সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp