
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নৌকা প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়া ফেলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের নির্বাচনী কর্মীর বিরুদ্ধে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজবাড়ী-২ আসনের নির্বাচনী এলাকার কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের বি-কয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীরা জানায়, সড়কের উপর দিয়ে রশি দিয়ে টানানো পোষ্টার ঝুলানো ছিল। সন্ধ্যায় ঢাকা মেট্রো- ন-১৫-৬৮৫৩ রেজিস্ট্রেশন ধারী একটি মিনি ট্রাক ওই সড়ক দিয়ে চালিয়ে ঝুলানো অনেক পোস্টার ছিঁড়ে ফেলেছে। ট্রাকের পিছনের পন্যবাহীর অংশে চার পাশে বাঁশবেঁধে উচু করে ছামিয়ানা করা ছিলো এবং স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল মার্কা প্রতীকের ব্যানার ও প্রচার মাইক ছিল।
এ সময় স্থানীয় জনগণ ট্রাকের চালক সহ আটক করে পুলিশের সোপর্দ করে।
এ বিষয়ে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শফিউদ্দিন বলেন, বিষয়টি জানার পর কালুখালী ওসি স্যারের নির্দেশে ট্রাকসহ চালককে আটক করা করে সাওরাইল পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) সকালে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হাজির করা হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী জানান, রাজবাড়ি-২ আসনে নির্বাচনী পরিবেশ খুব শান্তছিল। আজ পাংশায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করে স্বতন্ত্র প্রার্থী নিদ্দিকী হক। সে সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।