বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৫০

শ্রীলঙ্কাকে আইসিসির নিষেধাজ্ঞা

 

বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি শ্রীলঙ্কার। ৮ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জিতে টেবিলের ৯ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে লঙ্কানরা। ক্রিকেটারদের একের পর এক চোট আর দলের বাজে পারফরম্যান্সে বিধ্বস্ত, টালমাটাল এক দল যেন শ্রীলঙ্কা। এবার আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছে লঙ্কান বোর্ড।

আজ (১০ নভেম্বর) বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বিভিন্ন বিষয়ে নীতিমালা ভঙ্গ করেছে। যেখানে দেশের ক্রিকেটে সরকারের হস্তক্ষেপ, স্বাধীনভাবে কাজ করতে না পারা এসব বিষয় বিবেচনায় এসেছে। আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ হিসেবে শ্রীলঙ্কার এমন নিয়ম ভঙ্গ করার ফলে এবার তাদের ওপর কঠিন হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সদস্য দেশ শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গত কিছুদিনে শ্রীলঙ্কার ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ চলছে। বিশ্বকাপে ব্যর্থতার ফলে বোর্ডের নানা ব্যাপারে নাক গলাচ্ছে দেশটির সরকার। সবকিছু পর্যবেক্ষণ করেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp