
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলা ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদের বাবা মো. মহাসীন আলী মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন তিনি।
আজ শনিবার বেলা ১২ টার দিকে রাজবাড়ী পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বিকাল ৫ টায় মাগুরাডাঙ্গী ঈদগাহ ময়দান মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি মৃত্যুকালে চার পূত্র সন্তান ও নাতি-নান্তি সহ অসংখ্য গুনিগ্রহী রেখে গেছেন।