রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:১৯

সাবু সাহেবকে রেখেই আমরা সর্বোচ্চ জনসভা করব: হারুন অর-রশীদ

সাবু সাহেবকে রেখেই আমরা সর্বোচ্চ জনসভা করব: হারুন অর-রশীদ

নিজস্ব প্রতিবেদক।।

জনসভা অবশ্যই হবে। আমরা চাই এবং আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে আমাদের সর্বোচ্চ নেতা সাবু সাহেবকে রেখেই ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ জনসভা করব । দলের পক্ষ থেকেই আমরা জনসভা করব এবং তিন উপজেলায় তাকে নিয়ে আমরা জনসভা করব অথবা তিনি আমাদেরকে নিয়ে জনসভা করবেন বলে মন্তব্য করেছেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ হারুন।

বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুকে নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য।

রোববার (১২ অক্টোবর) পাংশা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পাংশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাকে নিয়ে এমন মন্তব্য করেছেন মো. হারুন অর-রশীদ হারুন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল। একাধিক নেতাকর্মরা দলের মনোনয়ন চাইতেই পাড়ে। তিনিও কয়েকদিন আগে বলেছেন আমার সবাই ধানের শীষের পক্ষে। দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে। ধানের  শীষের মধ্যে কোন গ্রুপিং নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক এবং দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই কাধেঁ কাধঁ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

এ সময় বিশেষ হিসেবে উপতিস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সামছুল ইসলাম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান প্রমূখ।

সভায় পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম.এ জিন্নাহ, সদস্য সচিব মো. জাকির হোসেন সরদার, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পাংশা প্রতিনিধি মো. আব্দুর রশিদ, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার পাংশা প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, পাংশা উপজেলা প্রেক্লাবের সভাপতি একে আজাদ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা মিঠুন গোস্বামী, দৈনিক বাংলা টিভির পাংশা-কালুখালী প্রতিনিধি রতন মাহমুদ, দৈনিক কালবেলার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি মো. শামীম হোসেন, চ্যানেল এস এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. শাহীন রেজা, দৈনিক জনকণ্ঠ ও খোলা কাগজ পত্রিকার পাংশা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক তরুণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. উজ্জল হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার (মাল্টিমিডিয়া) রাজবাড়ী জেলা প্রতিনিধি শাহিনুর রহমান, দৈনিক আজকালের খবর পত্রিকার পাংশা প্রতিনিধি এইচএম শামীম রহমান জন, টেলিভিশনের ক্যামেরা পারসন আল-আমিন হোসেন শাকিরসহ উপজেলায় কর্মরত প্রায় ৩২ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp