
নিজস্ব প্রতিবেদক।
রাজবাড়ীর পাংশায় ড্রামট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২১মে) বিকাল ৩ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের পাংশা উপজেলা মাছাপাড়া ইউনিয়নের পাগলের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণ ব্যবসায়ীরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ(৫৫) ও একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ফণীভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায়(৬৫)। নিহতদের মধ্যে কোরবান শেখ কমলাপুর পুরাতন বাজারের মাতৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ও অশোক রায় মোড়াগাছা কৃষ্ণা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতরা পাংশা বাজারের একটি স্বর্ণের দোকানের হালাখাত করে একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পাগলের বটতলা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুত্ব আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা জানান, একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
পাংশা হাইওয়ে থানা পুলিশের (এসআই) সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে পাংশা ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।