
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় বাবা-ছেলেকে মারপিট করে সগদ অর্থ ও ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের মধ্যপাড়া আফসার মেম্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সুজন শেখ (৫৫) ও তার ছেলে মো. আকাশ শেখ(২০) আহত হয়েছে।
আহত বাবা-ছেলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীণ মো. সুজন শেখ বলেন, আমি ও আমার ছেলে ভ্যান নিয়ে গরু কিনতে যাচ্ছিলাম। এ সমন সময় আফসার মল্লিকের বাড়ির সামনে পৌছালে আমাদের মেরে ভ্যান ও গরু কেনার জন্য সাথে রাখা নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।
আহত মো. আকাশ শেখ বলেন, আফসার মেম্বরের নেতৃত্বে ইউনিয়নের ভাতসালা গ্রামের ইব্রাহিম মল্লিক, রিমুন বিশ্বাস, আনিচ মল্লিক, আমিরুল মল্লিক, আশিক মল্লিক ও বক্কার মল্লিকসহ প্রায় ১০-১২ জন চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেনl
জানা গেছে অভিযুক্ত আফসার মল্লিক কসবামাজাইল ইউনিয়নের ২ নং ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আফসার মল্লিক বলেন, আমি মারামারির বিষয়টি শুনেছি। আমি সেখানে ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
